সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় রাতের আধারে ঘাস মারা বিষ প্রয়োগ করে ধানের চারা নষ্ট করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় থানার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা বাজার এলাকার আলহাজ্ব গোলবার হোসেনের ১২ শকত জমিতে ধানের চারা ঘাস মারা বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থ কৃষক গোলবার হোসেন থানার ঘুড়কা গ্রামের মৃত ওছিমুদ্দিনের ছেলে ।
ক্ষতিগ্রস্থ কৃষক আলহাজ্ব গোলবার হোসেন, কিছু দিন আগে ১২শতক জমি লিজ নিয়ে ধানের বীজ বপন করি। যে বীজ বপন করা হয়েছে তা দিয়ে প্রায় ১০-১২ বিঘা জমিতে ধানের চারা রোপন করা যেত। গত
বৃহস্পতিবার রাতের যে কোন এক সময় পূর্ব শত্রুতা করে ঘাস মারা বিষ দিয়ে ধানের চারা গুলো পুরে মেরে ফেলেছে। এতে প্রায় ১০-১৫ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানান তিনি।
রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এই সময় কৃষকের ধানের চারা অতিমুল্যবান যে ক্ষতিটা হয়েছে। তা শুধু ওই কৃষকের ক্ষতি নয় এটা দেশের কৃষির চরম ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকের জন্য সরকারী ভাবে সহায়তা প্রদান করা হবে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড মো: তাজুল হুদা বলেন, “এ ব্যাপারে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”