গোলাপগঞ্জে এবার করোনায় মছরু উদ্দিন (৭৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনায় মৃত মছরু উদ্দিনের বাড়ি লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট মাউন্টেন এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
জানা যায়, ঐ বৃদ্ধ গত ১৭ জুন সিলেট শামসুদ্দিন হাসপাতালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে গত ২৪ জুন তাঁর রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি সিলেট মাউন্টেন এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে রোববার (২৮জুন) ভোরে গোলাপগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল হক আকন্দ (৬৬)। পরদিন মারা যান উপজেলার আব্দুর রাজ্জাক নামের একজন স্বনামধন্য ব্যবসায়ী। এ দুইজন নিজ বাড়িতে মারা যান৷
এদিকে আজ মঙ্গলবার গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এম ফজলুল আলম গত ১০জুন করোনা ভাইরাসে আক্রান্ত হলে অবস্থা ভালো থাকায় তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। তিনি করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে এ বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২০ জুন তিনি ও তাঁর ছেলে পুনরায় নমুনা পরীক্ষায় পাঠালে তাদের দু’জনের রিপোর্ট নেগেটিভ আসে।
এনিয়ে, গোলাপগঞ্জে করোনাভাইরাসে মোট ৭ জনের মৃত্যু হলো। এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন।