যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে কথা বলছেন। বিশ্লেষকরা বলছেন, কিমের সঙ্গে ট্রাম্পের নতুন করে বরফ ভাঙার সম্ভাবনা রয়েছে।
সূত্রের বরাতে রয়টার্স বলছে, নীতিগত আলোচনা হলেও নির্বাচিত প্রেসিডেন্ট আলোচনার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
গত মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে কিমের সঙ্গে তিনবার বৈঠক করেন ট্রাম্প। ছবি: সংগৃহীত
গত সপ্তাহে পিয়ংইয়ংয়ের একটি সামরিক প্রদর্শনীতে দেওয়া ভাষণে কিম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে আমরা এরই মধ্যে যতদূর যেতে পারি ততদূর এগিয়েছি।
২০১৭-২০২১ মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প সিঙ্গাপুর, হ্যানয় ও কোরীয় সীমান্তে কিমের সঙ্গে তিনটি বৈঠক করেন।
যদিও তাদের কূটনীতিতে কোনো সুনির্দিষ্ট ফল পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করার আহ্বান জানায়, অন্যদিকে কিম সম্পূর্ণ নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানায়। এরপর নতুন করে একে-অপরকে হুমকি দেন।
নতুন কূটনৈতিক প্রচেষ্টা কী ফল বয়ে আনবে, তা এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের প্রাথমিক লক্ষ্য হবে, মৌলিক সম্পৃক্ততা পুনঃপ্রতিষ্ঠা করা।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এখনো প্রকাশ্যে ট্রাম্পের পুনঃনির্বাচনের বিষয়ে কিছু উল্লেখ করেনি। কিম এই মাসেও হুঁশিয়ারি দিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজনা ও উস্কানি বাড়িয়ে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে।