প্রিয়তম বাড়ি

এনামুল হক টগর

তোমার বসবাসের প্রকাশ বাড়িটি স্বপ্ন মোহ বাসনার আশায় ভরপুর সমুজ্জল!
ঘরটির গভীরে তোমার প্রেমের প্রতিচ্ছবি দীপ্ত সূর্য কিরণ অন্তরে জ্যোতি জ্বল জ্বল।
বাড়িটির ভেতর জ্ঞানের নিরন্তর প্রকাশ বিপুল আলোর চেতনায় প্রাণ উজ্জ্বল।
তুমি সবকিছু গুছিয়ে রেখেছো মহাবিশ্বের অনুরূপ দেহের ক্ষুদ্র বিশ্বের প্রাণ সঞ্জয়!
বাড়িটি পুরাতন জীর্ণশীর্ণ হলে একদিন তুমি না বলে চলে যাবে অচিন জগতে বিস্ময়!
তপস্যায় তোমাকে উপলব্ধি করি কাউকে কিছু বলি না শুধু মনোযোগে করি স্মরণ!
যেহেতু তুমি আমার ভেতরেই উপস্থিত চাওয়া পাওয়া শুধু চুপিচুপি মিলন তৃতীয় নয়ন!
নিরব নিরিবিলি একান্ত প্রতিক্ষায় থাকি চিন্তাশীল ভাব বিদর্শন ধ্যানে বিভোর।
তুমি কিছু আধ্যাত্মিক কথা বলো কিছু প্রেমের কথা বলো আমি শুনি মাথা নাড়াই সুন্দর!
দেহের ভেতর ভ্রমণের ইচ্ছে তোমাকে উপলব্ধির ইচ্ছে গোপন যাত্রা পথে মিলন!
কোথায় নিয়ে যাচ্ছো কতদূর নিয়ে যাচ্ছো কোন অজানায প্রেমের আপন ঠিকানা!
তোমার প্রতিক্ষার বিরহ ব্যথায় দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় রহস্যের গভীরে অনাদি গুপ্তধন।
তোমার রূপের অবয়ব কারো সাথে মিলে না আশ্চর্য অপরূপ জ্যোতির্ময় কামেল অনির্বাণ।
তোমার সান্নিধ্যের গভীরে দাক্ষিণাত্যের বাতাস প্রজ্বলিত হয় আলোর শিখা নিপুণ।
কোন দুঃখ কষ্টের কথা তুমি বলো না সামনে মহাজ্ঞান এ পথের শেষেই রয়েছে গুপ্তধন।
পথটি সম্পর্কে আমি অজ্ঞ তুমি আলোকপ্রাপ্ত অবশেষে হৃদয়ে অনন্ত অক্ষয় গুপ্তজ্ঞান।
আমি আত্মার গভীরে অনুনয় করি প্রিয়তমকে চেনার চেষ্টা করি সুদূর চিরন্তন!
মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করি কি রূপ গুণাগুণ তোমার গোপন প্রকাশ দৃশ্যমান!
২৮/১১/২০২৪