দুর্গাপুরে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে আহত ৮

নেত্রকোনার দুর্গাপুরে বাকলজোড়া ইউনিয়নের পাটলি গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে ভাংচুর সহ আট জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ৯টার দিকে এ মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাকলজোড়া ইউনিয়নের পাটলি গ্রামের সরকার বাড়ির রাস্তা দিয়ে ইউপি সদস্য মানিক মিয়া মাটি কাটার ভ্যেকু মেশিন নিচ্ছিলো। ওই সময় ভ্যেকু মেশিনের ধাক্কায় রাস্তা পাশে থাকা টিনসেড বেড়া ভেঙ্গে ফেলে। বাড়িতে থাকা বজলু সরকার টিনের বেড়া ভেঙ্গে নেওয়ার বিষয়টি প্রতিবাদ করে। টিনসেড বেড়া ভেঙ্গেই মেশিন নিতে চায় মানিক মিয়া। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মাঝে মারপিট শুরু হয়। এসময় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গিয়াস উদ্দিন (৪৫), কাশেম সরকার (৬০), মানিক সরকার (৪৫) এর নেতৃত্ব অর্তকিত হামলা চালায় আবুল হোসেন সরকার ও বজলু সরকার এর উপর। মানিক সরকার এর নেতৃত্বে বজলু সরকারের বাড়ির টিনসেড বেড়া কুপিয়ে তছনছ করে ফেলে। মারপিটে বাঁধা দিতে আসলে কলেজ পড়ুয়া মুক্তা আক্তার (১৭) কে বেদম মারপিট করে। গুরুতর আহত হন লিটন সরকার (২৮), আল মামুন সরকার (২২), ফজলু সরকার (৫৫), প্রাপ্ত সরকার (১৫), বজলু সরকার (৪৫)। এদেরকে হাসপাতালে নিতে চাইলে বাঁধা প্রদান সহ নানা ভাবে হুমকী দিচ্ছে।

অপর দিকে গিয়াস উদ্দিন (৪৫), হাবীব সরকার (৪৭), আসাদ সরকার (৪০) আহত হন। স্থানীয়রা আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

এ রিপোর্ট লেখা অবস্থায়ও দুই পক্ষের লোকজনের মাঝে থমথমে পরিবেশ বিরাজ করছে। আবারও বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, মারপিটের ঘটনাটি আমি শুনেছি। উভয়কে শান্ত থাকতে বলেছি। আহতদের চিকিৎসা পরবর্তী সময়ে বিষয়টি সামাজিক ভাবে সুরাহা করা হবে।

ওসি মোঃ মিজানুর রহমান এ ব্যাপারে বলেন, আমি ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।