গুরুদাসপুরে চাল বিক্রিতে নেই সামাজিক দূরত্ব

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় অতিদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল কিনতে আশা হতদরিদ্র মানুষগুলো মানছে না সামাজিক দূরত্ব। নিয়ম মেনে চাল বিক্রি করতে তেমন আগ্রহ নেই ডিলারদেরও। একসঙ্গে একাধিক লোকের ভীড়ে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় রয়েছেন স্থানীয় সচেতন ব্যাক্তিরা।
সরেজমিন ঘুরে দেখা যায়, প্রখোর রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে চালের জন্য অপেক্ষা করছেন হতদরিদ্র নারী-পুরুষরা। চাহিদার তুলনায় বরাদ্দকৃত চাল কম থাকায় এমন ভীড় জমেছে বলে ডিলাররা জানান। চাল না পেয়ে অনেকেই আবার ফিরে যাচ্ছেন। অকথ্য ভাষায় গালাগাল করে অনেক হতদরিদ্রকে বিক্রয় কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।
ডিলাররা জানান, লাইনে দাঁড়িয়েও কেউ দূরত্ব বজায় রাখছে না। পুলিশ মোতায়েন না করলে নিয়ম রক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে