বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন ও মানবতাবাদ নিয়ে লেখা তিনটি

গীতি কবিতা
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্ম দিন। একই সাথে শুরু
হলো মুজিব বর্ষ। মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের জীবন দর্শন ও মানবতাবাদ নিয়ে ইতিমধ্যে তিনটি গান
লিখেছেন বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভূক্ত একজন গুনী গীতিকার
চাটমোহরের সন্তান প্রভাষক ইকবাল কবীর রনজু। ইতিমধ্যে
গান গুলো সুর ও করা হয়েছে। গান গুলো সুর করেছেন বাংলাদেশ
টেলিভিশন ও বাংলাদেশ বেতার রাজশাহীর তালিকা ভূক্ত গুনী শিল্পী
চাটমোহরের সন্তান বজলুল হক সুসান। অনাবিল সংবাদের পাঠকদের উদ্দেশ্যে আজকের এ বিশেষ উপস্থাপন।
মুজিব মানে বাংলাদেশ……
কথা-ইকবাল কবীর রনজু
সুর- বিএইচ সুসান
মুজিব মানে বাংলাদেশ মুজিব মানে অপার অশেষ
মুজিব মানে সূতোয় গাঁথা বঙ্গবন্ধু বাংলাদেশ
মুজিব মানে স্বাধীনতা লাল সবুজের ভাটির দেশ
মুজিব মানে বিশ^ বন্ধু গর্বিত এ সোনার দেশ ॥

মুজিব মানে মেহনতি শ্রমজীবি মানুষের ভাবনা
মুজিব মানে তোমার আমার বিপ্লবী সংগ্রামী চেতনা
মুজিব মানে যুগশ্রষ্ঠা শেষ্ঠ বিরল বাঙালী
মুজিব মানে প্রদীপ শিখা আাঁধারেতে আলো গেছে জ¦ালি ॥
মুজিব মানে ছয়টি দফা মুক্তির লাগি পথ চলা
মুজিব মানে উনসত্তর টুঙ্গিপাড়া আগরতলা
মুজিব মানে উত্তাল মার্চ মুজিব মানে মেহেরপুর
মুজিব মানে লাখো কণ্ঠের জয় বাংলা বাংলার সুর ॥
মুজিব মানে অসহযোগ স্বাধীনতার লাল সূর্য
মুজিব মানে ভাষার লড়াই একাত্তরের রণ তূর্য
মুজিব মানে এক বিস্ময় সাধ্য কি তুমি তাকে চেনো
মুজিব মানে বিশ^ নেতা জাতির পিতাকে জানো ॥
তুমি এই মাটিতেই ঘুমিয়ে আছো পিতা…..
কথা-ইকবাল কবীর রনজু
সুর- বিএইচ সুসান
তুমি এই মাটিতেই ঘুমিয়ে আছো কিংবদন্তী পিতা
যে মাটির সঙ্গে তোমার ছিল নিবিড় সখ্যতা
তুমি যাওগো দেখে বুকে আগলে রেখে

মানুষ তোমায় করছে স্মরণ কাঁদে বঙ্গমাতা
তুমি এই মাটিতেই ঘুমিয়ে আছো পিতা ॥
তোমার জন্য সবার চোখে অশ্রু গঙ্গা বয়
শতদলের শিশির কনাও তোমার কথা কয়
এই দেশেরই দূর্বা ঘাসে ঝলমলিয়ে শিশির হাসে
এই সবুজ শ্যামল বঙ্গ ভূমি ছিল তোমার মিতা
তুমি এই মাটিতেই ঘুমিয়ে আছো পিতা ॥
তুমি ছিলে শোষিত বঞ্চিতদের প্রাণ
অবিনাশী তুমি শেখ মুজিবুর রহমান
তোমার দীপ্ত কন্ঠস্বরে প্রাণে প্রাণে অগ্নি ঝরে
রাজনীতির কবি যে তুমি মুক্তি মন্ত্র দাতা
তুমি এই মাটিতেই ঘুমিয়ে আছো পিতা ॥
তুমি হিন্দু মুসলিম বৌদ্ধ আর খৃষ্টের…..
কথা-ইকবাল কবীর রনজু
সুর- বিএইচ সুসান
তুমি গান্ধিজী ম্যান্ডেলা প্রতিচ্ছবি লেনিনের
তুমি হক ভাসানী আর প্রেরণা ক্ষুদিরামের

তুমি মুক্তির বাতিঘর কাটালে অন্ধকার বাংলা মায়ের
তুমি হিন্দু মুসলিম বৌদ্ধ আর খৃষ্টের ॥
উত্তরসুরী তুমি নেতাজী তিতুমীর মাওসেতুং আর সূর্যসেনের
প্রীতিলতা হোচিমিন নেহেরু কামাল পাশা
জর্জ ওয়াশিংটন তোমার মনের ভাষা
তুমিও নায়ক ভূপৃষ্টের ॥
মুজিবুর রহমান কন্ঠে তুলেছ তান, রবীন্দ্র নজরুল লালনের গান
শোষকেরা হুশিয়ার শোষণ নয়তো আর
কোথায় আজ বৃটিশ পাকদের অবিচার
(তুমি) জনক বাঙালী জাতি সৃষ্টের ॥