ফিরিয়ে নাও

         

ফিরিয়ে নাও আঁচল তোমার
কি আর দেব শুনি,
নিবে আছে অবশিষ্ট
একটু চোখের পানি।
দিতে দিতে নিঃস্ব আমি
নাই য়ে কিছুই বাঁকি,
সব হারিয়ে তাইতো এখন
দুরেই পড়ে থাকি।
ফুল দিয়েছি আঁচল ভরি
মন দিয়েছি উজাড় করি,
আবার এলে আঁচল পাতি
এখন করি কি যে।
তোমার চাওয়ায় চোখের জলে
আঁচল দিলেম ভিজে।
চোখের জলও শেষ হলো যে
রিক্ত হৃদয় খানি,
দেহের কোনে রেখে দিলাম,
পরাজয়ের গ্লানি।।