অমানুষ

ধর্ম এবং মানবতার সৃষ্ট বিরোধ
মানুষকে করেছে পশু,
আমরা মানুষ ভুলে যাই তা-ই
খুঁজি মোল্লা, রোজারিও, বসু।

এতো মারামারি, হিংসা ও দ্বেষ
তোরে শিখিয়েছে কোন গ্রন্থ?
পরধর্ম বিনাশ করে হও শ্রেষ্ঠ
বলে গেছে কোন পীর, সাধু-সন্ত?

ধ্বংসযজ্ঞ সাজিয়ে পাষাণ
খেলিস বলির খেলা,
কার পায়ে তুই ঢালিস রক্ত
এই বেলা, ওই বেলা?

হিন্দুর কোলে জন্মে মুসলিম
মুসলিম কোলে যিশু,
ওরে নরপশু, তার কি বা জাত,
যে নিষিদ্ধ পল্লীর শিশু?

মানুষ মেরে গড়বি বুঝি
মানবতার স্তম্ভ,
মাখলুকাতের সেরা মানুষ,
বুকে কিসের দম্ভ?

মারছে যারা নির্বিচারে
তোমার আমার ভাই,
ওরা অমানুষ, ওরা নাস্তিক
ওদের ধর্ম নাই।

ওরা মুসলিম নয়, হিন্দুও নয়,
খ্রিস্টান নয়, বৌদ্ধও নয়,
ওরা অমানুষ কোনো ভাবেই
মানুষ নামের যোগ্য নয়।।