ঝগড়া

বাঘ সিংহে ঝগড়া করে
মাংস খায় শকুনি,
ভাই বোনে ঝগড়া হলে
খাই মায়ের বকুনি।

ঝগড়া হলে লাভ কার হয়
আমার নাকি তোমার?
সব কথা যায় প্রকাশ পেয়ে
খরচ এবং জমার।

পড়শিরা সব লোটে মজা
তোমার আমার খবরে,
কথাগুলো ছরায় বেড়ে
জেরে এবং জবরে।

ভুল বুঝা যায় একটু পরেই
ঝগড়াটা অসার,
সুযোগ করো ঝগড়া ছেড়ে
একটুখানি বসার।

বসো এবং কথা বলো
ঝগড়াটা নাও মিটিয়ে,
ভালো আছি, থাকবো ভালো
লাভ কী ঢাক পিটিয়ে!