ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল আগামী ৩১ মার্চ থেকে জ্যেষ্ঠ রাজপরিবারের দায়িত্বে থাকছেন না ।হ্যারি- মেগানের মুখপাত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রানীর পক্ষ থেকে হ্যারি-মেগান আর কোন দায়িত্ব পালন করবে না। তবে পদত্যাগপত্র জমা দেয়ার পর ১২ মাস সেগুলো পর্যবেক্ষণ করা হবে।জানা গেছে, চলতি মাসের শেষের দিকে যুক্তরাজ্যে আসবেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। ফেব্রুয়ারি এবং মার্চে যুক্তরাজ্যে ছয়টি অনুষ্ঠানে হ্যারি- মেগানের অংশ নেয়ার কথা রয়েছে ।
এই বছরের শুরুর দিকে ব্রিটিশ প্রিন্স হ্যারি ও মেগান ঘোষণা দেন, তারা রয়্যাল হাইনেস (এইচআরএইচ) উপাধি আর ব্যবহার করবেন না এবং রাজকীয় দায়িত্ব পালনের জন্য সরকারি অর্থও গ্রহণ করবেন না। তখন মেগান-হ্যারি এক বিবৃতিতে জানান, অনেক ভেবেচিন্তেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। কিছু সময় তারা ব্রিটেন, বাকি সময় উত্তর আমেরিকায় কাটাবেন। তাদের এ সিদ্ধান্তে রীতিমতো হতাশ হয় ব্রিটিশ রাজপরিবার।