অপহরনের ১৫ মাস পর দেশে ফিরল হাতিবান্ধার সোহাগী

লালমনিরহাট প্রতিনিধি। প্রায় ১৫ মাস পর ভারত থেকে দেশে ফিরল লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পুর্ব সারডুবি গ্রামের সহিদুল ইসলাম ভুট্টুর মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী সোহাগী খাতুন। বৃহস্পতিবার বিকেলে বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাটগ্রাম থানা পুলিশের নিকট পৌছে দেন ভারতীয় পুলিশ। দীর্ঘদিন দুই দেশের কুটনৈতিক আলোচনার মাধ্যমে তাকে ফিরত দেয় ভারতীয় পুলিশ। গত ২০১৮ সালের ১৪ অক্টোবর স্কুল থেকে বাড়ী ফেরার পথে তাকে অপহরন করে নিয়ে যায় উপজেলার ফকির পাড়া গ্রামের গিরিনের ছেলে প্রদীপসহ কয়েকজন। তাকে অপহরনের পর ভারতে পাচার করা হয়। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর তার বাবাসহ আতœীয়রা ভারতের শিলিগুড়ির পায়েল সিনেমা হলের কাছ থেকে উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্ত করে। সে সময় থেকে দুই দেশের কুটনৈতিক প্যারায় আলোচনার পর ভারতীয় পুলিশ তাকে পাটগ্রাম থানা পুলিশের নিকট পৌছায় দেন। এঘটনায় অপহরনের দিন হাতিবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন তার বাবা। বড়খাতা ইউপি চেয়ারম্যানাবু হেনা মোস্তফা সোহেল জানান, যেহেতু একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে সেক্ষেত্রে তাকে আদালতের মাধ্যমে নিয়ে আসা হবে। বুড়মারী স্থলবন্দরের ওসি খন্দকার আল মাহমুদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।