শফিক আল কামাল (পাবনা) ॥ বর্ণাঢ্য আয়োজনে পাবনা’য় এশিয়ান টেলিভিশনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও অষ্টম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়। শনিবার (১৮’জানুয়ারী) সকাল ১১টায় একটি র্যালি পাবনা প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনায় সভায় অংশ গ্রহন করে।
শুভেচ্ছা বক্তব্য দেন এশিয়ান টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি শফিক আল কামাল। মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো চীফ উৎপল মির্জা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান রেজাউল রহিম লাল। তিনি রুচিসম্মত অনুষ্ঠানমালা এবং বস্তনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য এশিয়ান টিভি পরিবারকে শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা’র অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আরাফাত লেলিন, দৈনিক সিনসা’র নির্বাহী সম্পাদক আমিনুর রহমান খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী।
এ সময় এশিয়ান টিভির বর্ষপূতিতে শুভেচ্ছা জানান, ঢাকার রেডিস ফ্যাশন বিডির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম, পাথফাইন্ডার সিটিআই পাবনার অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন টুটুল, দৈনিক খবর বাংলার প্রকাশক শামীম আহমেদ, আই.এন.এস এর প্রধান সম্পাদক হাসান আলী, বিবৃতির বার্তা সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, মোহনা টিভির জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা, এস টিভির জেলা প্রতিনিধি হুমায়ূন রাশেদ, সাংবাদিক খালেকুজ্জামান পান্নু, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, দৈনিক লাখো কন্ঠে’র জেলা প্রতিনিধি মো. ফজলুল হক, সাজিদুল আলম শাকিল, নারী উদ্যোক্তা মমতাজ রোজ কলি, শিক্ষক শামিমা আক্তার সীমা, শিক্ষার্থী শাহনাজ সীমা, মোহনা বশাক, মো মামুন হোসেন, মো. সাগর আলী মন্ডলসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।