স্টাফ রিপোর্টার: বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান বলেছেন, জন্মের পর থেকেই চোখের যতেœ সকলকেই সদা সজাগ থাকতে হবে। বর্তমান প্রজন্মের ছোট ছোট শিশুরাও আজ খেলার মাঠ বিমুখী হয়ে প্রযুক্তির অপব্যবহারের শিকার হচ্ছে যার দরুণ অল্প বয়সেই চোখের জ্যোতি হারাচ্ছে তারা যা অভিভাবকদের সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করতে হবে।
শনিবার সকালে বগুড়া শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া নিউরন পাবলিক স্কুলে গাক বগুড়ার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির এবং ছানী রোগী বাছাই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান অনুষ্ঠানে ভারতীয় বিভিন্ন অপসংস্কৃতির সিরিয়ালের পিছনে নিজেদের সময় নষ্ট না করে এবং শিশুদের শুধুমাত্র কোচিং নির্ভর না করে তাদের সময় দিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে উপস্থিত রোগী এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন। শিহাব আহম্মেদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউরন পাবলিক স্কুলের পরিচালক ডেন্টিস্ট মোশারফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন চক্ষু শিবির ক্যাম্প পরিচালনাকারী চক্ষু বিশেষজ্ঞ ডা: আসিফ নেওয়াজ, আইএইচটি বগুড়ার প্রভাষক আকলাকুর রহমান, স্কুলের পরিচালনায় পর্ষদের সদস্য তাহেরুল ইসলাম বাবু, সাংবাদিক সঞ্জু রায় এবং দেশ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক এর পরিচালক আপেল মাহমুদ সহ গাক বগুড়ার কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক প্রমুখ। চক্ষু শিবির ক্যাম্পে প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বাছাইকৃত ছানী রোগীদের গাক বগুড়ায় মাত্র ২ হাজার ৪’শ টাকায় থাকা-খাওয়ার সুবিধাসহ বিদেশী লেন্সের মাধ্যমে অপারেশনের ব্যবস্থা করে দেওয়া হয় উক্ত ক্যাম্পে।