বেলাশেষে…..

হয়তো বেলাশেষে আবার যদি হয় দেখা
সূর্যের রক্তিম আভা নিভে যাবার আগে;
পাকশীর বাবলার অরণ্য পথে
জীবনের ভুলগুলো শুধরে নিতাম–
রাজশাহীর জিরো পয়েন্টে অপেক্ষায় থেকেছি
দিনের পর দিন,
ভেবেছি আমি,আজকে তোমাকে নিয়ে বেড়াতে যাব
পদ্মার জাজিরা নির্জনে,
দু’জন দুজনার হাত ধরে ঘুরে দেখব
উন্মাদ ঢেউয়ের অপূর্ব দৃশ্য:
কখনো কখনো ভার্সিটি ক্যাম্পাসে মাঝে মধ্যে
আড্রায় মেতে উঠি আমরা দু’জনে
ভালবাসার স্বপ্ন দেখি, কল্পনার পৃথিবীতে।
বেলাশেষে হয় যদি আবার ফের দেখা
অশ্রুটুকু মুছে ফেলে
দু’জনে ভালবাসার ময়দানে হারিয়ে যাব
খুঁজে পাবে না তোমরা আমাকে?
পদ্মা, মেঘনা,যমুনার উত্তাল ঢেউ
ভালবাসার একেক’টি স্পন্দন,
চলনবিলের উন্মুক্ত জলরাশির মনোমুগ্ধকর দৃশ্যপট
অতিথির হৃদয় স্পটে ঘটে অভ্যর্থনা বার্তা:
তোমায় নিয়ে আজিকে অবাধ্য জলের বুকে
ডিঙি নৌকায় ভেসে ভেসে ডুব সাঁতার, চিৎ সাঁতার দেব
পরিযায়ী পাখির বেশে ভালবাসার ভূবণে হারিয়ে যাবো।
বেলাশেষে, ফের আমায় খুঁজে পাবে—
এই বাংলার প্রকৃতির অপরুপ দৃশ্যের নীড়ে।।