প্রতিভাবান খেলোয়ার তৈরি ও স্মার্টফোন আসক্ত বিপথগামী তরুণদের খেলাধুলায় উজ্জীবিত করার নিমিত্তে নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য র্যালি ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে মহান বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের।
শুক্রবার সকাল ১০টায় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজমাঠে সাবেক প্রতিমন্ত্রী মো. আবদুল কুদ্দুস এমপি টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, টুর্নামেন্টের মুল উদ্যোক্তা ইউএনও মো. তমাল হোসেন, এসিল্যান্ড নাহিদ হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন। এবারের মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে ১১ দিনব্যাপি ওই টুর্নামেন্টের আয়োজন করে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা।
ইউএনও তমাল হোসেন বলেন, বাংলাদেশের মধ্যে গুরুদাসপুরেই এই প্রথম ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে ৮টি দল অংশগ্রহণ করবে এবং ২৩ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান খেলোয়ার তৈরি এবং স্মার্টফোন আসক্ত বিপথগামী তরুণরা খেলাধুলায় উজ্জীবিত হবে।