আলীকদমে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত

অভিগম্য আগামীর পথে এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস/২০১৯ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আলীকদম উপজেলার প্রতিবন্ধিদের নিয়ে অনুষ্ঠিত র‌্যালী শেষে আলীকদম উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কারিতাসের মাঠ কর্মকর্তা শামসুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, আলীকদম থানার অফিসার্স ইনচার্জ এর প্রতিনিধি সাব ইন্সপেক্টর (এসআই) শাখাওয়াত হোসেন।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জানান আলীকদমে প্রায় ১৪শ প্রতিবন্ধি রয়েছে। তার মধ্যে মাত্র ৩৬২ জনকে মাসিক ৭৫০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। যা চাহিদার তুলনায় অনেক কম। এসব প্রতিবন্ধিদেরকে কর্মমূখী প্রশিক্ষনের মধ্যেমে দক্ষ করে তোলা গেলে তারা সমাজের বোঝা হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পাবে।