বাগমারায় পাওনা টাকা চাওয়ায় এক মুদির দোকানীকে পিটিয়ে হত্যা

রাজশাহীর বাগমারায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কফিল শাহ নামের এক মুদির দোকানীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা উত্তর পাড়ার এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কফিল শাহ বীরকুৎসা রাজবাড়ি বাজারে মুদির দোকানের পাশাপাশি সরিসার তেল পাইকারি বিক্রি করেন। একই গ্রামের রমজান আলীর ছেলে ফেরদৌস বাকিতে তার কাছে তেল কিনে পার্শবত্তী হাট-বাজারে খুরচা ব্যবসা করে। এবং ফেরদৌস বুধবার রাত সাড়ে ৭টার দিকে কফিল শাহ’র মুদির দোকানে তেল নিতে আসে। এসময় কফিল শাহ বিগত দিনের পাওনা টাকা চাওয়ায় উভয়ের মধ্যে বাকবিতন্ডা বাধে। এক পর্যায়ে ফেরদৌসের ভাই মিঠু (৩০) ঘটনাস্থলে আসেন। দোকানী কফিল শাহকে দোকান থেকে বের করে উভয়ে বেধড়ক তাকে মারপিট করতে থাকে। এক পর্যায়ে কফিল শাহকে তারা তার দোকানের সিমেন্টে খুটির সাথে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথার পিছনে ফেটে ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় থানায় মুদির দোকানী কফিল শাহ’র ছেলে সেজ্জাত আলী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এই ব্যাপাওে যোগযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, আমরা রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এবং আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তবে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা পুলিশ অব্যাহত রেখেছে।#