তাড়াশে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে ‘সকলের হাত-পরিচ্ছন্ন থাক’ এবং “সকলের জন্য স্যানিটেশন – নিশ্চিত হোক সুস্থ জীবন” এই শ্লোগান সামনে নিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে তাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ,তাড়াশ বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ আ’লীগ তাড়াশ উপজেলা শাখার যগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন,জনস্বাস্থ্য প্রৌকশলী মেহেদী হাসান,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,কোষাধ্যক্ষ সোহেল রানা সোহাগ,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। আলোচনা সভা শেষে ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে হাত ধোয়া দিবসে ভিডিও প্রদর্শন করা হয়।