রাজধানীর মিরপুরের রূপনগরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ছয়জন নিহত হওয়ার ঘটনায় বেলুন বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) রাতে পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে পুলিশ।
আবু সাইদ (৩০) নামের ওই বেলুন বিক্রেতাকে আটক করার পর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। রুপনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) বিষয়টি নিশ্চিত করেছেন
এর আগে বিকেলে রূপনগরের মনিপুর স্কুলের পূর্ব পাশে ১১ নম্বর সড়কের মাথায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পর ২ জন মারা যান। এ ঘটনায় আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জনই শিশু। তাদের বয়স ৫-১২ বছরের মধ্যে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের ঢামেক, সোহরাওয়ার্দীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।