নাটোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে পুলিশী বাধা দেওয়ায় জাতীয়তাবাদী যুবদল জেলা শাখার নেতৃবৃন্দ এক প্রতিবাদ সভার মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। আজ রবিবার বেলা ১২ টার দিকে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার এক লিখিত বক্তব্যে বলেন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আজ রবিবার এক শান্তিপূর্ণ পথসভা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কিন্তু শনিবার রাতে জেলা নেতৃবৃন্দের বাড়ীতে পুলিশ হানা দিয়ে পরিবারের সদস্যদের হয়রানী করে। আজ রবিবার যখন জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে নেতা-কর্মীরা উপস্থিত হয় তখন বিপুল সংখ্যক পুলিশ এসে দলের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে দেয়। এতে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারেননি। তারা পুলিশের এ ধরণের কর্মকান্ডের তীব্র পতিবাদ জানিয়ে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনিস সহ দলের নেতৃবৃন্দ।