তাহেরপুরে আহলে হাদিসের ইসলামী সম্মেলন আজ শুরু

নাজিম হাসান,রাজশাহী থেকে :
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর একদিন ব্যাপী ইসলামী সম্মেলন আজ বুধবার রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা আহলেহাদীছ আন্দোলনের আয়োজনে বুধবার বিকেল থেকে ইসলামী সম্মেলন অনুষ্টিত হবে। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর রাজশাহী জেলা সাংগঠনিক সভাপতি ডা: মুহাম্মাদ ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেবেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে বিষয় ভিত্তিক বক্তব্য পেশ করবেন বিশেষ অতিথি হিসেবে জেলা সাপ্তাহিক তাহদীর সাংগঠনিক সাম্পাদক ড. মুহাম্মাদ সাখায়াত হোসেন, খুলনা জেলা খ্যাতনামা বক্ততা জাহাঙ্গীর আলম,রাজশাহী জেলা আহলেহাদিস যুবসংঘ আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল সাকিব,নওগাঁ জেলা খ্যাতনামা বক্ততা মুহাম্মাদ আফজাল হোসেন, রাজশাহী জেলা খ্যাতনামা বক্ততা মুহাম্মাদ মোখলেসুর রহমানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও খ্যাতনামা ওলামায়ে কেরামগণ। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত দ্বীন-দরদী মুসলিম ভাই-বোনেরা সমাবেশে আসনেব বলে আয়োজকেরা আশাবাদ ব্যাক্ত করেছেন। আয়োজকরা জানান,বুধবার আসর নামাজের পর থেকে শুরু হয়ে রাত্রি ১টা পর্যন্ত ধারাবাহিকভাবে ইসলামী সম্মেলনের কার্যক্রম চলবে। এছাড়া এখানে পুরুষদের জন্য একটি এবং মহিলাদের জন্য একটি প্যান্ডেল তৈরী করা হয়েছে। এবং হাইস্কুলের মধ্যে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ইতিমধ্যে ইসলামী সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।