মাভাবিপ্রবি প্রতিনিধি: বিশ^বিদ্যালয়ের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ অক্টোবর ২০১৯ তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। কর্মসুচির মধ্যে সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, বিশ^বিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য, বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন অফিস প্রধানদের নিয়ে জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয় পতাকা উত্তোলন এবং পায়রা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী’র উদ্বোধন করেন।
এরপর ভাইস-চ্যান্সেলর অতিথিদের নিয়ে মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কেক কাটেন।
সকল কর্মসূচিতে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাননীয় সাংসদ ও সম্মানিত রিজেন্ট বোর্ড সদস্য মোঃ একাব্বর হোসেন, সম্মানিত রিজেন্ট বোর্ড সদস্য সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের অধ্যাপক খন্দকার আরিফ মাহমুদ, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৯ সনের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ বিশ^বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১২ অক্টোবর পুজার ছুটি থাকায় দিবসটি উপলক্ষে ২০ অক্টোবর কর্মসুচি পালন করা হয়।