বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বকুল গাছের চারা রোপণের মাধ্যমে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জ গত বৃহস্পতিবার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বকুল গাছের চারা রোপণের মাধ্যমে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করা হয়েছে।

“শিশুর হাতে বৃক্ষ একদিন মহিরুহ হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুভাষ দাস, আইবুল ইসলাম মিন্টু, মোঃ শাহিনুর ইসলাম, আব্দুস সালাম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক মোঃ রাজিউর রহমান রাজু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান বিপ্লব ও অন্যরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ক্যা¤পাসে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা।

প্রাক্তন ছাত্র আইবুল ইসলাম মিন্টু সাংবাদিকদের জানান, বীরগঞ্জ পৌরসভার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ, পরিস্কার-পরিচ্ছন্নতা, বিনামূল্যে রক্তদান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।