বাংলাদেশ চিনিকল স্কুল শিক্ষকদের সম্মেলনে স্কুল জাতীয়করণসহ ১৫ দাবী

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে বাংলাদেশ চিনিকল স্কুল টিচার্স অ্যাসোসিয়েশন এর বার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল। সম্মেলনে দেশের ১৫ টি চিনিকল কর্তৃক পরিচালিত স্কুলের শিক্ষক সংকট দূরীকরণ, বেতন বৈষম্য রোধ করা ও স্কুল সমুহ জাতীয় করণসহ ১৫ দফা দাবি জানান শিক্ষকরা।
নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে বাংলাদেশ সুগার মিলস স্কুল টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপত্বি করেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধরণ সম্পাদক রবিউল ইসলাম ও পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সেলিম, নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম (প্রশাসন) আনোয়ার হোসেন, মিলস হাইস্কুলের প্রধান শিক্ষক গাওসুল আজম প্রমুখ। সম্মেলনে দেশের ১৫ টি চিনিকলের সকল স্কুলের শিক্ষক শিক্ষিকা অংশ নেন।