জুড়ীতে জেলা তথ্য অফিসের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ জুড়ীতে জেলা তথ্য অফিসের আয়োজনে আজ ২৮ সেপ্টেম্বর উপজেলার জায়ফর নগর উচ্চবিদ্যালয়ে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমে আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিৎ কমিঠির সভাপতি মোঃ বধরুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আব্দুস ছাত্তার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। সভায় বক্তারা বলেন, সরকার প্রায় সকল সেক্টরে প্রভূত সাফল্য অর্জন করেছে। জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের স্বীকৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, স্যানিটেশন, নারী ও শিশুর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান অবকাঠামো উন্নয়ন প্রভৃতি বিষয়ে সরকারের অর্জিত এ সাফল্য সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিস বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে। সভায় সাংবাদিক, ইউপি সদস্য,মহিলা মেম্বার, সুশিল সমাজের প্রতিনিধিসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।