চর্তুদশ জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৯ পাবনার অংশ গ্রহণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপুলস থিয়েটার এসোসিয়েশনের যৌথ আয়োজনে ২০ হতে ২৮ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে চর্তুদশ শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব। উৎসবে ৬৪ জেলার অংশ গ্রহণে ৯৬টি শিশু নাট্য সংগঠনের নাটক, ১০ হাজারেরও বেশী শিশুর অংশ গ্রহণে একক অভিনয়, আবৃত্তি, নৃত্য, সংগিত, অ্যাক্রোবেটিকসহ প্রতিদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সবগুলো মঞ্চে পরিবেশিত হচ্ছে ৮৫টি পরিবেশনা। গত ২৪ সেপ্টেম্বর পাবনা থেকে ২টি সংগঠন অংশগ্রহণ করে। জেলা শিল্পকলা একাডেমি পাবনা ও ইছামতি থিয়েটারের শিশুদল। জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত দলে শংকর বিশ্বাসের পরিচালনায় অংশগ্রহণ করে মৃত্তিকা, জয়ীতা, রূপন্তী, রিয়া, তিতলী ও প্রাপ্তি। নৃত্য দলে মুন্তাকিম মোঃ ইব্রাহিম তন্ময় এর পরিচালনায় অংশগ্রহণ করে কংকা, ছোয়া, প্রাপ্তি, অর্মি, নীতি, ছিয়াম, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু জুবাইরিয়া পাশা অহনা। জেলা শিল্পকলা একাডেমি পাবনার শিশুদল দ্বিজেন্দ্র ব্যানার্জীর রচনায় ও ভাস্কর চৌধুরীর পরিচালনায় নাটক কলঙ্কমোচন রাত ৮টায় স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হয়। এতে অভিনয় করে রায়হান, অনুরাজ, স্পর্শ, রাতুল, সাব্বির, অনি, আরিফুল এবং একক অভিনয় ‘অবহেলিত শিশু’ উপস্থাপন করে রাতুল। বিকেল ৬টায় জাতীয় সঙ্গিত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ইছামতি থিয়েটার পাবনার শিশু দলের পরিবেশনায় ভাস্কর চৌধুরী রচিত ও নির্দেশিত নাটক ফুল ও ভুল মঞ্চস্থ হয়। এতে অংশগ্রহণ করে প্রিন্স, গৌরিকা, অর্পা, লিসা, গণি সাগর, রাব্বি, সাদ ও অপু।