জয়নাল হাজারী মালয়েশিয়ার হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন হাজারী। তিনি শ্বাসকষ্ট, জ্বর ও ডায়াবেটিস সমস্যার ভুগছেন।

স্থানীয় সময় সোমবার ভোর ৬টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মালয়েশিয়া আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ ভুঁইয়া জানান, গত কয়েকদিন আগেই মালয়েশিয়া আসেন জয়নাল হাজারী। প্রতিদিনের ন্যায় গতকালও রাতের খাবার শেষে ঘুমাতে যান তিনি, ভোর রাতে হঠাত শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কষ্ট পাচ্ছিলেন দেখে তার ব্যক্তিগত সহকারী দেবু সাথে সাথে তাকে পার্শ্ববর্তী কাজাং কেপিজে হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে ডাক্তাররা পরীক্ষা, নিরীক্ষার পর দীর্ঘ সময় তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। গত কয়েকদিন ধরে জ্বর এবং দীর্ঘদিন যাবত ডায়াবেটিস সহ নানবিধ অসুখে জয়নাল হাজারী ভুগছেন বলেও জানান নূর মোহাম্মদ ভুঁইয়া।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় সময় দুপুর ১ টা নাগাদ জয়নাল হাজারী বাসায় ফিরেছেন এবং আগের চাইতে এখন অনেকটা সুস্থ আছেন বলে জানা গেছে। জয়নাল হাজারী তার নির্বাচনী এলাকার জনগণ ও দেশবাসীর দোয়া চেয়েছেন।