সোহেল রানা ঃ আতাইকুলা ইউপি মহিলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল সকাল ১১টায় গঙ্গারামপুর স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পাবনা-সিরাজগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি। সম্মেলনের উদ্বোধন করেন পাবনা সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাশিদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শহীন, পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাবনা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নিহার আফরোজ,সাংগঠনিক সম্পাদক সঈদা শবনম, সদর থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সদস্য সোবহান বিশ্বাস, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা সদর থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার পলি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আতাইকুলা ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন খান, সাধারণ সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আতিয়ার হোসেন, সদর থানা শ্রমিকলীগের আহবায়ক আলহাজ্ব আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শামসুর রহমান মঞ্জু মাস্টার, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আহসান হাবিব, যুব নেতা শওকত আলী, সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম খোকন, আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরিফ, আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুদ খান আলী, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমূখ। সম্মেলনে সভাপতি করেন শামীমা আক্তার চায়না ও সঞ্চালনা করেন রেহানা খাতুন। সম্মেলনে আতাইকুলা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ড থেকে আগত অসংখ্য মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত হয়। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নেতৃবৃন্দদের সমন্বয়ে আতাইকুলা ই¦উনিয়নের মহিলা আওয়ামীলীগের আগামী ৩ বছরের জন্য শামীমা আক্তার চায়নাকে সভাপতি, সহ-সভাপতি রুবিনা খাতুন রোজী, হাওয়া খাতুন, মালেকা খাতুন, সাধারণ সম্পাদক শারমিন আক্তার শিরিন, যুগ্ম সম্পাদক চম্পা খাতুন, সাংগঠনিক সম্পাদক রেহানা খাতুন, প্রচার সম্পাদক মিতা খাতুন, শ্রম বিষয়ক সম্পাদক নার্গিস খাতুনসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পাবনা-সিরাজগঞ্জ আসনের সংসদ সদস্য নির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সদর থানা নেতৃবৃন্দদের কাছে জমা দেয়ার ও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি করার নির্দেশ দেন।