চাটমোহরে মানবাধিকার নিজস্ব তহবিল হতে দরিদ্র নারীর চোখ অপারেশন

মোঃ নূরুল ইসলামা, চাটমোহর (পাবনা) প্রতিনিধি ঃ
পাবনার চাটমোহরে বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটমোহর উপজেলা ও পৌর শাখা’র উদ্দ্যোগে পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার শ্রমজীবি হতদরিদ্র মোঃ আব্দুল বাতেনের স্ত্রী সবুরা বেগম-এর বাম চোখে থাকা ইনফেকসন অপারেশনের মাধ্যমে নিরসন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকালে হানুফা মেমোরিয়াল জেলারেল হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু সার্জন ডাঃ এম. এ. জলিল (সহ-সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটমোহর উপজেলা শাখা) রোগীর চোখে সফল অস্ত্রপচার করেন। রোগী সবুরা খাতুন দীর্ঘদিন পৌর সদরের বিভিন্ন মহল¬ার বিভিন্ন গৃহপরিচালিকা হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

রোগী’র আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় মানবাধিকার সংগ্রামীদের পক্ষে চাটমোহর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক কেএম বেলাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মোঃ রবিউল করিম রবি এবং পৌর শাখার সভাপতি নূর-ই হাসান খান ময়না, সহ-সভাপতি অজয় কুমার কুন্ডু অসুস্থ্য চক্ষু রোগী সবুরা বেগম-কে চিকিৎসা সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
রাতে স্থানীয় মানবাধিকার সংগ্রামীগণ বন্ধন ক্লিনিকে উপস্থিত হয়ে চক্ষু রোগী সবুরা বেগম-এর সাথে সাক্ষাত করেন। মানবাধিকার সংগ্রামীরা রোগীর শরীরিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন। এ সময় স্থানীয় মানবাধিকার সংগ্রামীদের পক্ষে চাটমোহর উপজেলা শাখা’র সহ-সভাপতি ডাঃ এম. এ. মজিদ, সাধারণ সম্পাদক মোঃ রবিউল করিম রবি, যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।