কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ফাঁসিতে ঝুলে দীতি চৌধুরী (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের দত্তখিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দীতির স্বামী কানু চৌধুরী বিয়ের পর থেকেই ঢাকায় দিন মুজুরের কাজ করে আসছিল। তাদের বিয়ের পরবর্তী বছর সম্পত্তির এক কণ্যা সন্তানের জন্ম হয়।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, দীতির শ্বশুর মাটি কাটার জন্য বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়। আর ওই দিনই সকালে তার শ্বাশুরী ও তার স্বামীর ছোট বোন রিকা বাজারে বাজার করতে যায়। দুপুর ২ টার দিকে তার শ্বশুর বাড়িতে গিয়ে দেখতে পায় বসতঘরের দরজা বন্ধ। সে তখন ডাকতে শুরু করে ডাকডাকির এক পর্যায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পায় দীতি ঘরের ধর্ণার (আড়ার) সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ওই সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীতির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার এসআই শহিদুল ইসলাম জানান, কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।