দুর্গাপুরে ধর্ষন, ধর্ষন পরবর্তী হত্যা ও যৌন অত্যাচারসহ সকল সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন

দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ইউবিআর ও হ্যালো আইএম প্রকল্পের আয়োজনে সুজন, কারিতাস, ওয়াইডব্লিউসিএ, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন,পারি, সেরা এর সহযোগীতায় ধর্ষন, ধর্ষন পরবর্তী হত্যা ও যৌন অত্যাচারসহ সকল সহিংসতার বিরুদ্ধে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মঙ্গলবার বেলা এগারটা থেকে বারটা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসুচীতে ডিএসকের প্রকল্প কর্মকর্তা রুপন কুমার সরকারের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, সাবেক প্রেসক্লাব সভাপতি প্রবীন সাংবাদিক মোহন মিয়া, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মোঃ শামীম আহমেদ, উপজেলা সুজন এর সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম, ওয়াইডব্লিউসিএর সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, ডিএসকের ট্রেনিং এন্ড এডভোকেসী অফিসার ধ্রুব সরকার, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মাঠ কর্মকর্তা ছবি ¤্রং প্রমুখ। বক্তারা বলেন, নারীর উপর নির্যাতন এবং সহিংসতার মাত্রা, ধরন ও নিষ্ঠুরতা বেড়েছে বহুগুণ। নারী বিদ্বেষী মানসিকতা, আচরন ও সংস্কৃতি পরিহার করতে হবে। এ আচরন যেই করুক, যেখান থেকেই আসুক, এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীর উপর সংগঠিত প্রতিটি অপরাধের সুষ্ঠু বিচার করতে হবে। এরজন্য প্রশাসন এবং বিচার ব্যাবস্থাকে জনগনের আস্থা ও আশ্রয়স্থলে উন্নীত করতে হবে। সকল অনিয়ম, দুনীতি, দুঃশাসন ও অপ-রাজনীতির বেড়াজাল ভেঙ্গে ফেলতে হবে।