অনেকেই আছেন বাহিরে ঘুরতে যাওয়ার আগে অথবা কোথাও বেড়াতে যাওয়ার আগে নিজস্ব সানগ্লাসটি চোখে দিতে একদম ভুলেন না। ছেলে অথবা মেয়ে যুবক কিংবা বৃদ্ধ অনেকেরই পছন্দের তালিকায় সানগ্লাস ইদানিংকার নিত্যপ্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে দাড়িয়েছে।
সানগ্লাস ছাড়া যাদের একদিন ও চলে না, সানগ্লাসটি যে শুধু তাদের ফ্যাশন সিগমেন্ট তা কিন্তু নয় বরংচ কাঠফাটা রৌদ্র আর বাহিরের ধুলাবালি থেকে একটা সানগ্লাস যেমন আপনার চোখকে সুরক্ষা দেয় তেমনি চোখের আশেপাশের নরম অংশটাকেও কিন্তু একটা আলাদা সুরক্ষা দেয়।
যাই হোক, যদি একটা সানগ্লাস সত্যি সত্যিই আপনার নিত্যপ্রয়োজনীয় ফ্যাশন অনুষঙ্গ হয়ে থাকে তবে জেনে নিই চলুন এর কিছু যত্ন আত্বি।
১.মাথার উপরে চুলকে আটকে রাখার কাজে আপনার সানগ্লাস নয় হেয়ার ব্যান্ড ব্যবহার করুন।এভাবে সানগ্লাস দিয়ে চুল আটকে রাখার অভ্যাসের কারনে সানগ্লাস খুব সহজেই এর স্ক্রু এর কাছে আলগা হয়ে যায়। তাই রৌদ্দুর ছেড়ে ছাঁয়াতে যাবার সাথে সাথেই সানগ্লাসটি খুলে আপনার সানগ্লাস বক্সে অথবা আপনার শার্টের পকেটে ঝুলিয়ে দিন।
২.সানগ্লাসের কাঁচের সাইডটি কখনো কোন শক্ত কাঠ বা মেটালের উপর রাখবেন না। এতে গ্লাসে স্ক্র্যাচ পরে সানগ্লাসের সৌন্দর্য যেমন নষ্ট হয় তেমনি সানগ্লাস দিয়ে দেখার দৃষ্টিটা ও ঘোলাটে হয়।
৩.সানগ্লাস কখনো শুকনো কাপড় অথনা টিস্যু দিয়ে মুছবেন না,এতে সানগ্লাসের গায়ে লেগে থাকা ধুলিময়লা ইত্যাদির কণার ঘষাতে গ্লাসের বারোটা বেজে যেতে পারে। সানগ্লাসের সাথে সবসময়ই একটা মাইক্রোফাইবারের কাপড়ের টুকরো দেয়া থাকে সেটি দিয়ে ভেজা অবস্থায় সানগ্লাসটি মুছে নিন।
৪.খুব বেশী তাপের কাছাকাছি আপনার সানগ্লাসটি কখনো রাখবেন না,এতে সানগ্লাসের মেটারিয়াল গলে গিয়ে সানগ্লাসটি ব্যবহার অনুপযোগী হতে পারে।
৫.সমুদ্রতীরের কাছে অথবা বরফ ঢাকা পাহারের কাছে বেড়াতে যাবার সময়ে সাধারণ রোদচশমা নিয়ে বিপদে পরবেন না। এসব ক্ষেত্রে অবশ্যই শক্তপোক্ত খাপ অথবা বেল্ট ওয়ালা বিশেষ সানগ্লাস কিনতে হবে যেন আপনি সহজে এবং সাবলীলভাবে এটির ব্যবহার করতে পারেন।
৬.কোনভাবে সানগ্লাসটি স্ক্রু ঢিলে হয়ে গেলে আপনার কাছে থাকা ছোট স্ক্রু ড্রাইভার দিয়েই এটি টাইট করে নিতে পারেন।আর যদি আপনার কাছে এমন স্ক্রু ড্রাইভার না থাকে তবে গলির মাথার ছোট্ট টেকনিশিয়ানের দোকান থেকেও কয়েক সেকেন্ডে এটি সারিয়ে নিতে পারবেন।