বিএনপি গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল নয় :এনামুল হক শামীম

স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল নয়। বিএনপি জন্ম হয়েছে বিভিন্ন দলের দলছুটদের নিয়ে। সেই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় গ্রহণ করে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশয় দিয়ে তাদের নানা সুবিধা দিয়ে প্রতিষ্ঠিত করেছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় রাজাকার নিজামী-মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিলেন। তিনি এখন এতিমের টাকা মেরে খেয়ে জেলে অাছেন। অার তাদের ছেলে তারেক রহমান দূর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক রয়েছে। তাই বিএনপিকে জনগণ বারবার প্রত্যাখান করেছে। কারণ, দেশের মানুষ জানে বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর ভাঙন কবলিত পরিদর্শনকালে তিনি এসব কথা বলে। এসময় তাঁর সঙ্গে ছিলেন, স্থানীয় সংসদ সদস্য একাব্বর হোসেন, উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন মন্টু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অাবদুল্লাহিল কাফী সহ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।  উপমন্ত্রী এনামুল হক শামীম অারও বলেন, বংশাই নদীকে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য ১১৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়াও দেশকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় যা যা করণীয় তা করা হবে।