কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ২৬ বছর পর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কলমাকান্দা এডিপির বিভিন্ন কার্যক্রম চলতি মাসের ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। সোমবার সকাল ১০টায় এ উপলক্ষ্যে কলমাকান্দা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে ওয়ার্ল্ড ভিশনকে ‘ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ’ করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেত্রকোনা- ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ধন্যবাদ জ্ঞাপন সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার, ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর (জাপান) প্রোগ্রাম ও অপারেশন ডিপার্টমেন্ট হিরোয়াকি ইমানিশি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সমাজ সেবক ক্যামিলিয়া মজুমদার, ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত রিজিওনাল ফিল্ড ডিরেক্টর প্রকাশ চাম্বুগং, নেত্রকোনা ওয়ার্ল্ড ভিশন এপিসি সেবাষ্ট্রিয়ান পিউরিফিকেশান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক আহমেদ রাজু, ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন, শিশু ফোরামের সদস্য মনিরুল ইসলাম, সিবিও সদস্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ’ উদযাপন কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান, প্রাক্তন সুবিধাভোগী ছাত্রী শিক্ষক মনা রাণী তালুকদার, কলমাকান্দা এডিপির ম্যানেজার ইউজিন রড্রিকস প্রমুখ। এসময় অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমিতির সিবিওর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।