নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় আত্রাইয়ে ৩ দিনব্যপী ০২ সেপ্টেম্বর হতে ০৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর আত্রাই যৌথ আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় আত্রাই উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম ।
এর আগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাওছার হোসেন এর সভ্পাতিত্বে আলোচনা সভায় বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক এবং নার্সারী মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রুহুল ইসলাম বক্তব্য রাখেন। পরে অতিথি বৃন্দ মেলায় ঘুরে ঘুরে ষ্টলসমূহ পরিদর্শন করেন। উক্ত মেলায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী, বেসরকারী, আধা সরকারী স্বায়ত্বশাসিত অফিস সমূহের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরন করা হয়।
মেলায় প্রায় ২৫ টি ষ্টলে ফলদ, বনজ, ঔষধী গাছের প্রচুর পরিমানে চারা বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছে।#