মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার। ১৯৭৮ সালের এই দিনে রমনা গ্রীনে সম্মেলন করে দলটির ঘোষণা দেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
দীর্ঘ ৪০ বছরের পথপরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম রাজনৈতিক দল। ১৯ দফা কর্মসূচির আলোকে প্রতিষ্ঠার ৫ মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করে।
সারাদেশের ন্যায় ১ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাটমোহর শাখা বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
রবিবার বিকেল ৫টায় পৌর সদরের সেন্ট্রিসিকিউরিটি থেকে ব্যানার-ফেষ্টুন সহযোগ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি বিক্ষাভ মিছিল বের করার চেষ্টা করলে চাটমোহর থানার পুলিশ সদস্যরা মিছিলকারীদের আটকে দেয়। পুলিশী বাধার মুখে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় বক্তব্য দেন, আসাদুজ্জামান আরশেদ, সিনিয়র সহ-সভাপতি পৌর বিএনপি, গিয়াস উদ্দিন সাবেক চেয়ারম্যান- সহ-সভাপতি উপজেলা বিএনপি, সিদ্দিকুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি, সাইফুল ইসলাম সভাপতি ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপি, আবুল হোসেন সভাপতি নিমাইচড়া ইউনিয়ন বিএনপি, ইসমাইল হোসেন হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি, ফজের আলী সভাপতি (ভারপ্রাপ্ত) ফৈলজানা ইউনিয়ন বিএনপি, রবিউল করিম তারেক সাধারণ সম্পাদক পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপি, গোলাম মওলা সাধারণ সম্পাদক গুনাইগাছা ইউনিয়ন বিএনপি, ছহির উদ্দিন স্বপন সাধারণ সম্পাদক হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি, সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মথুরাপুর ইউনিয়ন বিএনপি, আঃ আজিজ সাংগঠনিক সম্পাদক ফৈলজানা ইউনিয়ন বিএনপি, ইউনুছ আলী ইনু সাংগঠনিক সম্পাদক হরিপুর ইউনিয়ন বিএনপি, সাহেদ আলী সাংগঠনিক সম্পাদক পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপি, গোলজার হোসেন যুবনেতা উপজেলা শাখা, শাহীন রহমান সভাপতি উপজেলা ছাত্রদল, তৌহিদুল ইসলাম (তাইজুল) সভাপতি পৌর ছাত্রদল, ইসলাম হোসেন সাধারণ সম্পাদক ডিগ্রী অনার্স কলেজ শাখা, ইমরান হোসেন সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পৌর ছাত্রদল প্রমূখ।
বক্তাগণ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি এবং সরকারের পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করার দাবি জানায়।