বড়াইগ্রামে বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে শোক সভা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার দিঘলকান্দি দাখিল মাদরাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। সভায় প্রধান অতিথি ১৫ আগষ্ট, বঙ্গবন্ধু ও তার গর্ভধারিণী মাকে নিয়ে স্বরচিত তিনটি কবিতা আবৃত্তি করে শোনান। বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানা মান্নানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মমিন আলী, নীলুফার ইয়াসমিন, তোজাম্মেল হক, আনিসুর রহমান ও আব্দুস সালাম খান, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাবান মাহমুদ, দপ্তর সম্পাদক মাহমুদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মানিক রায়হান ও সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী, বড়াইগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি সরোয়ার আলম পিন্টু ও ছাত্রলীগ সভাপতি সোহাগ বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টের কালো রাতে বিপথগামী সেনাসদস্যদের হাতে শহীদদের আতœার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়।