সেচ্ছাশ্রমে বিশ্বনাথ-হাবড়া সড়কে কাজ করেছেন অটোরিসকা শ্রমিকেরা

বিশ্বনাথ প্রতিনিধি :: সড়কে বড় বড় গর্ত। এসব গর্তের কারণে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বিশ্বনাথ-হাবড়া সড়ক। কর্তৃপক্ষ সড়কের এমন নাজুক অবস্থায়ও সংস্কার করেনি। বর্তমানে অই সড়কে যানবাহন প্রায় বন্ধ হওয়ার পথে। এমন অবস্থায় এলাকার কথা বিবেচনা করে সেচ্ছাশ্রমে আজ শুক্রবার (৩০ আগস্ট) বিশ্বনাথ-হাবড়া সড়কে কাজ করেছেন অটোরিসকা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।শ্রমিকদের এমন কাজে আনন্দিত স্থানীয় এলাকাবাসি। তাদের প্রতি সন্তোষ প্রকাশ করে এলাকার বেশ কয়েকজন বলেন, নিরুপায় হয়ে সড়কে সেচ্চাশ্রমে কাজ করে এলাকার প্রতি ভালবাসার জানান দিলেন শ্রমিকেরা। এমন কাজের জন্য এলাকাবাসি তাদেরকে স্যালুট জানান।দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির আলী বলেন, সড়কে বর্তমানে যানবাহন চলাচল করতে পারছেনা। যানবাহন চলাচল করার জন্য সেচ্ছাশ্রমে শ্রমিকেরা কাজ করেছেন। এতে ইউনিয়ন পরিষদসহ এলাকাবাসি সহযোগিতা করেছেন।উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খতিয়ে দেখব এবং ব্যবস্থা গ্রহন করব।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
শ্রমিক নেতা বাবুল মিয়া বলেন, সড়ক ভেঙ্গে যাওয়ার কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুই একটি দূর্ঘটনা ঘটে। গাড়ির যন্ত্রাংশ ভেঙ্গে যায়। ফলে যানচলাচল করে ঝুঁকি নিয়ে। এলাকার স্বার্থে আমরা সেচ্ছাশ্রমে প্রায় দেড় কিলোমিটার সড়কে কাজ করেছি। তিনি বলেন-দ্রুত সড়কে সংস্কার কাজ না হলে সড়কটি একেবারে ভেঙ্গে যাবে। যানচলাচল বন্ধ হয়ে যাবে। এলাকার কথা চিন্তা করে জরুরী ভিত্তিতে বিশ্বনাথ-হাবড়াবাজার সড়ক সংস্কার করার জন্য তিনি সরকারের প্রতি জোরদাবী জানিয়েছেন।