ভারতের খ্যাতিমান লেখক ও মানবাধিকার কর্মী অরুন্ধতী রায় বলেছেন, ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর থেকেই সেনাবাহিনীকে কাশ্মীর ও হায়দ্রাবাদ-তেলেঙ্গানার মুসলিমদের বিরুদ্ধে, পাঞ্জাবের শিখদের ওপর, গোয়ার খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, ভারত তার নিজের লোকদের বিরুদ্ধে সেনা মোতায়েন করেছে।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বুকার জয়ী এ ঔপন্যাসিক।
অরুন্ধতী রায় বলেন, পাকিস্তান রাষ্ট্র ভারতীয় রাষ্ট্রের মতো তার সেনাবাহিনীকে তার নিজের লোকের বিরুদ্ধে কখনও লেলিয়ে দেয়নি। তবে ভারত এই কাজটি বারবার করেছে।
কাশ্মীর অবরোধ ও অব্যাহত কারফিউয়ের জন্য নরেন্দ্র মোদি সরকারের নিন্দা জানিয়ে তিনি বলেছেন, কাশ্মীরিদের তাদের ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। রাজবন্দি করা হয়েছে সব রাজনৈতিক নেতাকে।
সব যোগাযোগব্যবস্থা বন্ধ করে দিয়ে গত ২৩ দিন ধরে তাদের স্বাভাবিক জীবন স্থবির করে দেয়া হয়েছে। একেবারে নতুন ধরনের দমন-পীড়ন চালাচ্ছে সরকার। মঙ্গলবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ম্যান বুকার জয়ী এ ঔপন্যাসিক।