ভারতের উত্তর ২৪ পরগনা জেলায় পদপিষ্ট হয়ে ৪ জন নিহত হয়েছেন। আহত হন আরও ২৭ জন। শুক্রবার (২৩ আগস্ট) ভোরে জেলার কচুয়ার লোকনাথধাম মন্দিরে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসাপাতালে আহতদের দেখতে যান।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান কচুয়া ধামে প্রতিবারই ভিড় জমান ভক্তরা। এ বছরও বৃহস্পতিবার রাত থেকেই ভিড় বাড়ছিল মন্দিরে। বিভিন্ন প্রান্তের বহু পুণ্যার্থী কচুয়ার লোকনাথ ধামে ভিড় জমান। তবে এবার রেকর্ড ভিড় হয়। কে আগে মন্দিরে পৌঁছবে, তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়।
বৃষ্টিতে মাটি ভিজে থাকায় এবং ভিড়ের চাপে ভোর রাতে আচমকাই ভেঙে পড়ে মন্দিরের পাশের একটি দেওয়াল। ভেঙে পড়ে পাশের বাঁশের কাঠামোর দোকানগুলোও। এতেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। অনেকে দেওয়ালে চাপা পড়ে যান। আহত হন ২৭ জন। আহতদের প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চার জনের মৃত্যু হয়। একজন আহতকে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে।
আহতদের দেখতে দু’টি হাসপাতালেই যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যাশনাল মেডিক্যাল কলেজে গিয়ে তিনি বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। সরকার গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে। নিহতদের পরিবারকে ৫ লাখ, বেশি আহতদের ১ লাখ টাকা ও কম আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।