ইয়ানূর রহমান : যশোরে শার্শায় গরু বোঝায় নছিমন উল্টে মজনু হোসেন (৪৩) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় নছিমন চালক ইয়ানুর রহমান গুরুতর আহত হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গরু ব্যবসায়ী মজনু হোসেন শার্শা উপজেলার ডুবপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। আহত ইয়ানুর রহমান একই গ্রামের পুটে বিশ্বাসের ছেলে।
আহত ইয়ানুর রহমান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নছিমনে করে দুইটি গরু নিয়ে শার্শার বাগাআঁচড়া সাতমাইল গরুর হাটে যাচ্ছিলেন। এ সময় নসিমনটি নাভারণ-সাতক্ষীরা হাইওয়ে সড়কের পিঁপড়াগাছি নামক স্থানে জোহরা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে গরুসহ নছিমন গাড়িটি উল্টে যায়। তারা দুইজনে গাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মজনু হোসেন মারা যায়।
নাভারন হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ টিটু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, গরুর গাড়ি উল্টে দুইজন আহত হলে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে গরু ব্যবসায়ী মজনু হোসেন নিহত হয়েছেন।