পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

সংবাদদাতা
পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীযের সাথে ১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষির্কীতে উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় দিনভর বিভিন্ন কর্মসুচি পালন করেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইšতাজ আলী খান (সভাপতি, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ) এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ তায়েজ উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সভাপতি, সদস্য, প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক মন্ডলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে অন্যান্য কর্মসূচি শুরু করেন। পরে শিক্ষার্থীরাও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেফুলে সিক্ত করে তোলে এবং শোক র‌্যালী বের করে। জাতীয় শোক দিবসের সংগে সঙ্গতিরেখে রচনা প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম এবং ক্যামেরায় ছিলেন মোঃ আসলাম হোসেন, সহকারি গ্রন্থাগারিক।