কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনার কলমাকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুলতান গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রতিরোধ যোদ্ধা পরিষদের সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও নারী নেত্রী ক্যামিলিয়া মজুমদার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল করিম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু, উপজেলা যুব লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম ও সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ। এছাড়া ওই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন উপস্থিত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর বিভিন্ন প্রশ্ন করেন। যেসব শিক্ষার্থী সঠিক উত্তর দিতে পেরেছেন তাদেরকে পুর®কৃত করেছেন।