ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
ফরিদপুরে বিশেষ আইন শৃংখলা মিটিংয়ে মাদক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তরা। উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন গোলাপ, পৌর মেয়র খ.ম কামরুজ্জাম মাজেদ উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান , প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হাফিজ, ডেমরা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান, ওসি এসএম আবুল কাশেম আজাদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার ঘোষ প্রমূখ। বক্তরা বলেন, ফরিদপুর উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে, অফিসার্স ক্লাবের সামনে, পরিত্যক্ত মন্দিরে, এসি ল্যান্ড অফিসের পিছনে, সার্ভার ষ্টেশন অফিসের সামনে, ডেমরা গোল চত্বরে, বেড়হাউলিয়া বাগানে, খাগরবাড়ীয়া গোরস্তানের পাশে, পুরন্দরপুর ব্রীজের পাশে, গোপালনগর বাধে, টিয়ারপাড়া বাধে, রুলদহ বাধেসহ শতাধিক জায়গায় ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচা-কেনা এবং খাওয়া হয়। থানা এখবর জেনেও কোন প্রতিকার করেনা বলে বক্তরা ক্ষোভ প্রকাশ করেন। বক্তরা দ্রুত এসব মাদক বিক্রেতাদের ধরে ব্যবস্থা নেওয়ার জন্য থানা অফিসার ইনচার্জকে অনুরোধ করেন। ওসি বলেন, আমার সময়ে যতো মাদক বিক্রেতা এবং খাতককে গ্রেফতার করে চালান দেওয়া হয়েছে অন্য কোন ওসির সময় এতো গ্রেফতার করা সম্ভব হয়নি। আমি আপনাদের সহযোগিতা পেলে উপজেলা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করতে পারব। আসন্ন ঈদ উপলক্ষে বনওয়ারীনগর বাজারে যানজট নিরসন এবং ঈদের কেনাকাটা ও যাতায়াতের মানুষ যাতে নিরাপদে থাকে সে ব্যাপারে পুলিশ দিয়ে সাহায্য করার জন্য বক্তরা ওসিকে অনুরোধ করেন।