মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদীর সাইতাড়া রাবার ড্যামে গোসল করতে গিয়ে নদীতে ডুবে যাওয়া তৃতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্র মোঃ মনিরুজ্জামান ওরফে মনির (১১) এর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
এলাকাবাসী ও চিরিরবন্দর ফায়ার সার্ভিস স্টেশন সুত্রে জানা গেছে, গত ২ই আগষ্ট শুক্রবার বেলা ১১টায় উপজেলার পশ্চিম সাইতাড়া ফোরকানিয়া মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্র মাদ্রাসার মেঝেতে বিছানো মাদুর নদীতে ধৌত করতে যায়। পরে মাদুর ধৌত করা শেষ হলে সেটি নদীর ধারেই শুকাতে দিয়ে সবাই গোসল করতে নদীতে নামলে মনিরুজ্জামান ডুবে যায়।
সংবাদ পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরী দল দিনভর উদ্ধারের চেষ্টা করেও উদ্ধার করতে না পেরে উদ্ধার অভিযান সমাপ্ত করেন। পরদিন ০৩ আগষ্ট শনিবার বেলা সাড়ে ১১ টায় রাবার ড্যামের দেড় কিলোমিটার ভাটিতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে।
এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি ইউডি মামলা হয়েছে। মৃত মনিরুজ্জামান উপজেলার সাইতাড়া ইউনিয়নের পশ্চিম সাইতাড়া গ্রামে ডাঙ্গাপাড়া মো: বেলাল হোসেনের পুত্র ।