মানহানি মামলার প্রতিবাদে চাটমোহরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ। শনিবার সকাল ১১টায় কলেজ মাঠের শহীদ মিনার চত্ত্বরে অত্র কলেজের ১৮ জন শিক্ষকের বিরুদ্ধে অধ্যক্ষের দায়ের করা মানহানির মামলার প্রতিবাদে আধাঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন, ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মো. কামাল মোস্তফা, দর্শন বিভাগের সহকারি অধ্যাপক আবদুল মান্নান, প্রভাষক আবুল কালাম আনসারী, ওয়াইজ আলম স্ট্যালিন, লিলি আক্তার, রাবেয়া সুলতানা, অফিস সহায়ক মানিক মোল্লা, আবদুর রহমান, শাহনাজ পারভীন প্রমুখ।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানিয়ে তার অপসারণ এবং শিক্ষক-কর্মচারীদের আত্তিকরণ ফাইল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষক-কর্মচারীবৃন্দ। এ নিয়ে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা এরআগে মানববন্ধন, লিফলেট বিতরণ ও পোস্টারিংসহ নানা কর্মসূচি পালন করেন। শিক্ষক কর্মচারীদের প্রতিবাদী এরুপ কর্মকান্ডে অধ্যক্ষ মো. মিজানুর রহমান ক্ষিপ্ত হয়ে ১৮ জন শিক্ষক-কর্মচারীর নামে পাবনার আদালতে মানহানির মামলা দায়ের করেন।