সোহেল রানা সোহাগ:
সিরাজগঞ্জের তাড়াশে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতারন করা হয়েছে। শনিবার উপজেলার বারুহাস ইউনিয়নে কুসুম্বী নাজাতুল্লাহ আয়েশা মেমোরিয়াল টেকনিক্যাল স্কুলে চলনবিল দুঃস্থ মহিলা সংস্থা (সিডিএমএস) ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর যৌথ আয়োজনে দিন ব্যপি ওই চিকিৎসা সেবা ও ঔষধ বিতারন অনুষ্ঠানে বিনা মূল্যে ৩০০ জন মা ও শিশুদেও সেবা ও ঔষধ প্রদান করা হয়।
এতে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমুউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ বিউটি রাজ ও ডাঃ আব্দুল মাজেদ চিকিৎসা সেবা প্রদান করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ এ অনুষ্ঠানের অর্থায়ন করেছে।
সময়ে উপস্থিত ছিলেন কুসুম্বী নাজাতুল্লাহ আয়েশা মেমোরিয়াল টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ গোলাম কিবরিয়া, চলনবিল দুঃস্থ মহিলা সংস্থা (সিডিএমএস)’র পরিচালক আব্দুল মালেক, সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সবুজ,উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মহসীন আলী,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,কোষাধ্যক্ষ সোহেল রানা সোহাগ প্রমুখ।