পাবনায় ফুটপথে হকারী করে অবৈধ ঔষধ বিক্রয়ের দায়ে ২ জনের জেল

ভ্রাম্যমান প্রতিনিধিঃ
পাবনায় বিভিন্ন ব্যান্ডের অবৈধ ঔষধ ফুটপথে বিক্রি করার দায়ে ২ হকারকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত দুই দিনে ২জনকে এ সাজা দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
পাবনা ঔষধ প্রশান সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে পাবনা শহরে চাপা মসজিদের পাশে বেড়া উপজেলার বনগ্রামের আমজাদ মন্ডলের ছেলে হকার জহিরুল ইসলাম বিভিন্ন নামীয় যৌন উত্তেজক অবৈধ ঔষধ বিক্রয় করছিল। এ সময় পাবনা সদর সহকারী কমিশনার (ভ’মি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুকসানা মিতার নেতৃত্বে পাবনা জেলা ঔষধ প্রশাসন ও ঔষধ তত্বাবধায়ক কে, এম, মুহসীনিন মাহবুব উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতে হকার জহিরুল ইসলামকে ৭ দিনের জেল দেন। অপর দিকে গত বৃহস্পতিবার দুপুরে একদন্ত বাজারে ভ’মি অফিসের সামনে একই ভাবে সাঁথিয়া উপজেলার ভবানীপুর গ্রামের হকার সেলিম রেজা মাইক্রোবাসে করে বিভিন্ন যৌন উত্তেজক অবৈধ ঔষধ বিক্রয় করছিল। এ সময় আটঘোড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আকরাম আলীর নেতৃত্বে পাবনা জেলা ঔষধ প্রশাসন ও ঔষধ তত্বাবধায়ক কে, এম, মুহসীনিন মাহবুব উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতে হকার সেলিম রেজাকে ৭ দিনের জেল দেন। ঔষধ প্রশাসন জানান দন্ডিত হকাররা বিভিন্ন ব্যান্ডের ইনজয়, পাওয়ার ওয়েল, জিনসিন পাউডার, গ্রীনসিন, শরিফ পেইনকিলার ¯েপ্রসহ অবৈধ ঔষধ বিক্রি করে আসছিল। পাবনা জেলা ঔষধ প্রশাসন ও ঔষধ তত্বাবধায়ক কে, এম, মুহসীনিন মাহবুব আরো জানান জেলার ঔষধের দোকানগুলিতে ড্রাগ লাইসেন্স না থাকা ও নবায়ন না করে ফার্মেসী পরিচালনা করা, মেয়াদ উত্তীর্ন অনুমোদনবিহীন ঔষধের বিষয়ে অভিযান অব্যহত আছে