ডেঙ্গুরর প্রভাব মোকাবেলায় নাটোরে রক্তের গ্রুপ নির্নয় শুরু

নাটোর প্রতিনিধি-
ডেঙ্গুর প্রভাব মোকাবেলায় নাটোরে শুরু হয়েছে ২দিন ব্যাপী বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় ও রেজিষ্ট্রেশন কার্যক্রম। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার সকালে শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল।

এসময় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ স¤পাদক ফরহাদ হোসেন, ক্রিকেট কোচ মোস্তাফিজুর রহমান টুটুল, ফুটবল কোচ বাবুল আকতার সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার এবং শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত। যে কোন ব্যক্তি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় এবং রেজিষ্ট্রেশন করতে পারবে। প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়েছে জেলা ক্রীড়া সংস্থার এই কার্যক্রমে। খেলোয়ারদের পাশাপাশি যে কোন ব্যক্তি এই কার্যক্রমে অংশ গ্রহন করতে পারছে।
এদিকে শুকবার সকাল থেকে নাটোর সদর হাসপাতালে নতুন কোন ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।বর্তমানে এখানে নারী-শিশু সহ ৬ জন ডেক্সগু রোগী ভর্তি রয়েছেন।